আমের মাছি পোকা

mango fruit fly

ফলের মাছি পোকা

আম পাকার সময় স্ত্রী মাছি পোকা ডিম পাড়ার অঙ্গের সাহায্যে ফলত্বক ছিদ্র করে ডিম পাড়ে। ডিম পাড়ার ২-৩ দিনের মধ্যে ডিম ফুটে কীড়া বের হয় এবং ফলের শাঁস খেতে থাকে। আক্রান্ত আম বাইরে থেকে বোঝা যায় না কিন্তু কাটলে আমের ভিতরে অসংখ্য কীড়া দেখা যায়।

প্রতিকার

পরিপক্ক কিন্ত সবুজ আম গাছ থেকে সংগ্রহ করলে এ পোকার আক্রমন এড়ানো সম্ভব। পোকা আক্রান্ত আমগুলো সংগ্রহ করে মাটিতে পুতে ফেলতে হবে। বাদামি কাগজ দিয়ে ব্যাগিং করতে হবে। ফল সংগ্রহের অন্তত ১ মাস পূর্বে বিষটোপ ব্যবহার করতে হবে তবে এ পোকা দমনের জন্য এজিক ফেরোমন ট্রাপ ব্যবহার করলে এ পেকার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

এজিক ফেরোমন ট্রাপের জন্য যোগাযোগ করুন 01713-454370

 

Share :

LEAVE YOUR REPLY