এজিক ফেরো ট্রাপ

agic_phero

এজিক ফেরো

সবজি ও ফলের মাছি পোকা দমনের জন্য এটি ব্যবহার করা হয়। মাছি পোকা বলতে এই পোকা সবজি ও ফলের মধ্যে হুল ফুটিয়ে লতা জাতীয় ফসলের ও ফলের ক্ষতি সাধন করে থাকে। ফলে ফল ও সবজি খাওয়ার অনুপযোগি হয়ে পড়ে।

কোন কোন ফসলে এটি ব্যবহার করতে পারবেন ?

কুমড়া জাতীয় সবজি যেমন: লাউ, কুমড়া, শশা, চিচিংগা, ঝিংগা, করলা, পটল, কাকরোল, শিম, তরমুজ, বাঙ্গী সহ এ জাতীয় সব ধরনের ফসলে ব্যবহার করতে পারবেন।

ফল: আম, পেঁয়ারা, কমলা, মাল্টা, ড্রাগন ইত্যাদি।

এই ট্রাপে কোন সাবান পানির ব্যবহার করতে হয় না। সাবান পানি ছাড়াই এটি ব্যবহার করা যায়।

মেয়াদকাল: ৪০ – ৬০ দিন পর্যন্ত ভালো কাজ করে। অনেক সময় ৯০ দিন পর্যন্ত যেতে পারে যদি আবহাওয়া ভালো থাকে। তাপমাত্রা বাড়লে এর মেয়াদকাল কমে যায়।

কোথায় পাবেন: এই ট্রাপটি আপনার স্থানীয় সার ও কীটনাষকের দোকানে পেতে পারেন। যদি আপনার এলাকায় না পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে কল করুন ০১৭১৩-৪৫৪৩৭০ অথবা আমাদের ওয়েবসাইটের ইমেইলে মেইল করতে পারেন। আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করব।

Share :

LEAVE YOUR REPLY