আমের বোঁটা পচা রোগ

lasiodiplodia natalensis

আমের বোঁটা পচা রোগ

সাধারনত পরিপক্ক আমের ক্ষেত্রে এই রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে বোটার দিক থেকে পচন শুরু হয়।এক প্রকার ছত্রাকের কারনে এ রোগ হয়ে থাকে

প্রতিকার

পরিষ্কার শুষ্ক দিনে বোঁটা সহ ফল সংগ্রহ করতে হবে। খবরের কাগজ বা খড় বিছিয়ে বোঁটা নীচের দিকে করে আম রাখতে হবে যাতে কষ আমের গায়ে না লাগে। আম সংগ্রহ, পরিবহন ও সংরক্ষনের সময় যেন কোন ক্ষত সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ৪৩ ডিগ্রী সে. তাপমাত্রায় ৬% বোরাক্স মিশ্রনে ৩ মিনিট আম ডুবিয়ে রাখতে হবে।

 

Share :

LEAVE YOUR REPLY